মিডফিল্ডার ইব্রাহিম করোনায় আক্রান্ত

সামনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ। সেজন্য ক্যাম্পে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। তবে মাঠের লড়াইয়ে নামার আগে করোনায় আক্রান্ত হয়েছেন মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম।
টিম ম্যানেজার ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, ‘ক্যাম্পে থাকা ৩২ জন খেলোয়াড়ের মধ্যে কেবল ইব্রাহিমের রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’
রোববার ফুটবল দলের সদস্য ও তার সঙ্গে সংশ্লিষ্ট সকলের নমুনা নেওয়া হয়। এদিন ঈদের ছুটি কাটিয়ে হোটেলে ফেরেন ফুটবলাররা। দুই দিন পর মঙ্গলবার রাতে ফল হাতে আসে। এতে দেখা যায় ইব্রাহিম পজিটিভ হয়েছেন। হোটেলে ইব্রাহিমের রুমমেট ছিলেন সোহেল রানা। রানা প্রথম দফায় নেগেটিভ আসলে ও আবার তার নমুনা নেওয়া হয়েছে।