তিন লিগের প্রথম সর্বোচ্চ গোলদাতা রোনালদো

২০২০-২১ মৌসুমে সেরি এ’র সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জুভেন্টাস ফরওয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। ২৯ গোল করে প্রথমবারের মতো ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘ক্যাপক্যানোনিয়েরে’ ট্রফি জিতে নিয়েছেন পর্তুগিজ এ ফুটবল মহাতারকা।
সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন সিআর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, লা লিগা এবং ইতালিয়ান লিগে সেরি এ’তে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
রোনালদো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আর স্পানিশ লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়ে।
ইতালিয়ান লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ গোল করেছেন ইন্টার মিলানের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। ২২ গোল নিয়ে তার পরে রয়েছেন আটালান্টার লুইস মুরিয়েল।