স্তেফানো-সানচেজকে টপকে টানা পঞ্চম পিচিচি ট্রফি মেসির

স্প্যানিশ কিংবদন্তি তেলমো জারার (ছয়টি) পিচিচি ট্রফি জয়ের রেকর্ডটা গত মৌসুমেই ভেঙে দেন লিওনেল মেসি। স্প্যানিশ লিগের ইতিহাসে বনে যান সর্বাধিক পিচিচি ট্রফির মালিক। চলতি মৌসুমে সেই রেকর্ডটা আরও এক ধাপ বাড়িয়ে নিলেন কাতালান এ মেগাস্টার।
২০২০-২১ মৌসুমে লা লিগায় সর্বাধিক অষ্টমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি। সুবাদে জিতলেন অষ্টম পিচিচি ট্রফি।
এতে একটি রেকর্ডও করলেন আর্জেন্টাইন এ ফুটবল কিংবদন্তি। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে টানা পঞ্চমবারের মতো পিচিচি ট্রফি জয়ের অনন্য এক কৃতিত্ব গড়লেন মেসি। যে ইতিহাসটা আর কেউ এর আগে লিখতে পারেননি।
গত মৌসুমে আলফ্রেডো ডি স্তেফানো ও হুগো সানচেজের টানা চতুর্থ পিচিচি ট্রফি জয়ের রেকর্ডে ভাগ বসিয়ে ছিলেন মেসি। এবার দুজনকেই পিছনে ফেললেন বার্সার এ সুপারস্টার।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ৩০ গোল করে অনেক আগেই সবার ধরা-ছোঁয়ার বাইরে চলে যান আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। যে কারণে শনিবার এইবারের বিপক্ষে শেষ লিগ ম্যাচ না খেললেও কোনো সমস্যা হয়নি রেকর্ড ষষ্ঠবারের ব্যালন ডি’অর জয়ী মেসির।
কেননা গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা করিম বেনজেমা ও জেরার্ড মোরেনো দুজনই করেন ২৩টি করে গোল।
মেসি প্রথম পিচিচি ট্রফি জেতেন ২০০৯-১০ মৌসুমে। পরে টানা দুটি পিচিচি ট্রফি পান ২০১১-২০১৩ মৌসুমে। ২০১৬-১৭ থেকে ২০২০-২১ মৌসুম পর্যন্ত টানা পাঁচটি পিচিচি ট্রফি জিতলেন মেসি।