কাতারে বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ দল। মধ্যপ্র্যাচের দেশটির রাজধানী দোহায় পৌঁছেই করোনা টেস্টের মুখোমুখি হতে হয়েছে জেমি ডে’র শিষ্যদের। খেলোয়াড়, কোচ ও কর্মকতাসহ ৩২ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
শনিবার স্থানীয় সময় সকালে হোটলেই ফিটনেস নিয়ে কাজ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়) কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করবে জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন ভিডিও বার্তায় বলেন, কাতারে এসে হোটেলে ওঠার পর সন্ধ্যায় কোভিড টেস্ট করিয়েছি। আমাদের সবার নেগেটিভ এসেছে। বিকেলে আমাদের অনুশীলন রয়েছে।’
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় তপু বর্মণ-রহমত মিয়ারা। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।