শাজাহানপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর উদ্বোধন হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেমাজানী শ.ম.র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ,আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আটল, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানউল হক ছানা, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতি, মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হালিম দুদু সহ অন্যান্য কর্মকর্তারা। এতে উপজেলা ৯ টি ইউনিয়নের ৯ দল অংশগ্রহণ করে। আগামী ৩১ মে উপজেলা চূড়ান্ত ফাইনাল খেলাটি হবে।