আর্জেন্টিনা শুধু আমার একার ওপর নির্ভরশীল নয়: মেসি
শুরু হয়ে গেছে ল্যাটিন আমেরিকার ফুটবল-যুদ্ধ। আসরের প্রথম দিনেই বড় জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। আর দ্বিতীয় দিনে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টের আগেই মেসি জানিয়ে দিলেন, আজেন্টিনা কখনোই শুধু তার একার ওপর নির্ভরশীল নয়।
দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জেতার লক্ষ্যে নামছেন মেসি। টানা দুবার যে প্রতিপক্ষের কাছে কোপার ফাইনালে হেরেছে, তাদের বিরুদ্ধেই এবার অভিযান শুরু করছে মেসিরা।
এক সাক্ষাতকারে মেসি বলেন, 'কোনোদিন জাতীয় দল শুধু আমার ওপর নির্ভর করেনি। আমরা বরাবর শক্তিশালী দল গড়ার দিকে নজর দিয়েছি। শক্তিশালী দল না গড়লে ট্রফি জেতা কঠিন। ধীরে ধীরে এই কাজ সফল হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। বেশির ভাগ ফুটবলারই আগে কোপা আমেরিকায় খেলেছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।'

অনলাইন ডেস্ক