রাতে জার্মানির মুখোমুখি রোনালদোর পর্তুগাল

টানা চার ম্যাচ পর্তুগালকে হারিয়েছে জার্মানি। সর্বশেষ দেখায় ২০১৪ বিশ্বকাপেও গুঁড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। ফ্রান্সের কাছে হারের ধাক্কা কাটাতে আজ এমন প্রতিপক্ষই তো দরকার জার্মানির! কিন্তু গত সাত বছরে বদলে গেছে অনেক কিছু। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি এখন ফিফা র্যাংকিংয়ে ১২ নম্বরে। আর ৫ নম্বরে উঠে আসা পর্তুগাল শিরোপা জিতেছে ২০১৬ ইউরোর।
বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় মুখোমুখি হবে পর্তুগাল ও জার্মানি। ইউরোর নকআউটের দৌড়ে টিকে থাকতে আজ পর্তুগালকে হারাতে মরিয়া জার্মানি। দলটির ডিফেন্ডার ম্যাতিয়াস জিন্টার বলেন, ‘আশা করছি আমরা টানা পঞ্চম ম্যাচে হারাতে পারব পর্তুগালকে।’
এদিকে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোও মরিয়া জার্মানিকে হারিয়ে নকআউট নিশ্চিত করতে। সিআরসেভেন বলেন, ‘জয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন পরের ম্যাচে জেতাই লক্ষ্য আমাদের।’
ইউরো-২০২০ এর গ্রুপ ‘এফ’ এমনিতেই মৃত্যুকূপ। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি আর হাঙ্গেরি। গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউটের সুযোগ থাকায় হাল ছাড়বে না কেউই। জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শুরু করা ফ্রান্স আজ হাঙ্গেরির সঙ্গে জয় পেলেই নিশ্চিত করবে নকআউটের টিকিট। তেমনি জার্মানিকে হারালে পর্তুগালও যাবে পরের রাউন্ডে।