রুয়েলের রেকর্ডের দিনে মোহামেডানের দাপুটে জয়

হারের বৃত্ত থেকে বের হতে পারল মোহামেডান। সুপার লিগে টানা চার হারের পর জয়ে মুখ দেখল শুভাগত হোমের দল।
এ জয়ের জন্য বিশেষ কৃতিত্ব দলের তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়ার। মাত্র ১৬ বলে ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও গেছে তার ঝুলিতে।
চলতি লিগে মোস্তাফিজুর রহমান, সালাউদ্দিন শাকিল ও আনিসুল ইসলাম ইমনের পর চতুর্থ বোলার হিসেবে ফাইফার নিয়েছেন রুয়েল।
এছাড়া তৃতীয় দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলক গড়লেন রুয়েল মিয়া।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হয়েছে মোহামেডান।
রুয়েলের দুর্দান্ত বোলিংয়ে ২৫ রানের বড় জয় পেয়েছে মোহামেডান। ২৫ রানের জয়কে বড় বলার কারণ বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ১০৩ রান করে মোহামেডান। বৃষ্টি আইনে দোলেশ্বরের লক্ষ্য ধরে দেওয়া হয় ১০৭ রান।
১৩ ওভারে ১০৭ রানের তাড়ায় নেমে রুয়েলের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে গেছে দোলেশ্বর।
মোহামেডানের ইয়াসির আরাফাত মিশু ও রুয়েলের বোলিং তোপে ১১.৪ ওভারের বেশি খেলতে পারেনি ফরহাদ রেজার দল।
শুরুতে প্রথম তিন ওভারে ৩৫ রান করে ফেলেছিল দোলেশ্বর। ইয়াসির আরাফাত মিশু থামিয়ে দেন দোলেশ্বরকে। ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নেন এ ডানহাতি পেসার।
এরপর ভেলকি দেখান রুয়েল মিয়া। মিশু-রুয়েলের বোলিং তোপে দোলেশ্বরের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ৮ বলে ১৫ করেছেন ইমরানউজ্জামান, ১০ বলে ১১ রান সাইফ হাসানের। ফজলে রাব্বি ১৬ বলে ১৭ রান করেন।
তাতে কোনো কাজ হয়নি। ২৫ রানে হারতে হয়েছে দোলেশ্বরকে।
আরাধ্য জয়ের পরেও ছয় নম্বরে থেকেই রয়ে গেছে মোহামেডান। ৬ষ্ঠ অবস্থানে থেকেই এবারের ডিপিএল শেষ করল মতিঝিলের ক্লাবটি।