রাতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

চলতি কোপা আমেরিকায় কোয়ার্টার-ফাইনাল আগেই নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘বি’তে চ্যাম্পিয়ন হয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনালে গেছে নেইমাররা। রোববার দিবাগত রাত ৩টায় নিয়মরক্ষার ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।
ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে এবারের কোপা মিশন শুরু করে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে সেলেসাওরা ৪-০ গোলে হারায় পেরুকে। কলম্বিয়ার বিপক্ষে অবশ্য কষ্টার্জিত জয় পেয়েছে নেইমাররা। পিছিয়ে থেকেও শেষ দিকে দুই গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
অন্যদিকে চলতি কোপা আমেরিকায় এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি ইকুয়েডর। প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর ভেনেজুয়েলার বিপক্ষে ২-২ গোলে ড্র দলটি। পরের ম্যাচ পেরুর বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছে তারা।
তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া ইকুয়েডর অবস্থান করছে টেবিলের চার নম্বরে।