ফের টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উইলিয়ামসন

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে পেছনে ফেলেছেন তিনি। স্মিথের অবস্থান এখন দুইয়ে। তিনে রয়েছে আরেক অজি ব্যাটসম্যান, মার্নাস লাবুশানে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৯ ও অপরাজিত ৫২ রানের ইনিংস দুটি উইলিয়ামসনকে আবার শীর্ষে তুলেছে। তার রেটিং পয়েন্ট ৯১৯। দুইয়ে থাকা স্মিথের পয়েন্ট ৮৯১। তিনে থাকা লাবুশানের পয়েন্ট ৮৭৮।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি আছেন চার নম্বরে। তার পয়েন্ট ৮১২। এছাড়া জু রুট ও রোহিত শর্মা রয়েছেন যথাক্রমে পাঁচ ও ছয়ে।