প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৭:২৪

এটা আশ্চর্যজনক, ঈশ্বরকে ধন্যবাদ: মেসি

অনলাইন ডেস্ক
এটা আশ্চর্যজনক, ঈশ্বরকে ধন্যবাদ: মেসি

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে কোপা আমেরিকা জিততে পারেননি। দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ মর্যাদাকর এই ফুটবল আসরের ট্রফি জেতার স্বাদ নিতে পারেননি প্রয়াত আর্জেন্টাইন লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনাও।

কিন্তু লিওনেল মেসি পেয়েছেন সেই কোপা আমেরিকা জয়ের স্বাদ। প্রিয় জন্মভূমি আর্জেন্টিনার হয়ে এই প্রথম মেজর ট্রফি জিতলেন। সঙ্গে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটালেন এই ফুটবল জাদুকর।

কিন্তু বহুল কাঙ্ক্ষিত শিরোপাটা মেসি জিতলেন অনেক প্রতীক্ষার পর। এর আগে তিনবার কোপা আমেরিকার ফাইনাল খেললেও ট্রফি থেকে বঞ্চিত থেকে যান মেসি। 

২০০৭ সালে বাধা হয়ে দাঁড়িয়েছিল ব্রাজিল। ২০১৫ ও ২০১৬ সালে আলবিসেলেস্তেদের হৃদয় ভাঙে চিলি। তার আগে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হতাশ করে জার্মানি।

এত কাঠখড় পুড়িয়ে যখন এলো ট্রফি। এবং সেটা হাতে ধরা দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। তখন রেকর্ড ষষ্ঠবারের ব্যালন ডি’অর জয়ী মেসির চ্যাম্পিয়ন হওয়ার অনভূতি যেন অনেকটাই বর্ণনাতীত। 

তাই তো নিজের পেসবুক পেজে মেসি শুধু লিখলেন, ‘কী সুন্দর উন্মাদনা। এটা আশ্চর্যজনক, ঈশ্বরকে ধন্যবাদ। আমরা চ্যাম্পিয়ন!’

কোপা আমেরিকার ট্রফির সঙ্গে তোলা নিজের একটি হাস্যোজ্জ্বল ছবিও পেসবুকে পোস্ট করেছেন মেসি।

উপরে