প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১ ১৫:০৪

টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল চীন

অনলাইন ডেস্ক
টোকিও অলিম্পিকে প্রথম সোনা জিতল চীন

করোনার ভয়াবহতা আর তীব্র প্রতিবাদের মাঝেই চলছে অলিম্পিক গেমস। আজ শনিবার গেমসে প্রথম দেশ হিসেবে সোনা জিতেছে চীন। সকালে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে রীতিমতো রেকর্ড গড়ে সোনা জিতেছেন চীনের শুটার ইয়াং কিয়ান। মাত্র ২১ বছর বয়সী ইয়াং কিয়ান পেয়েছেন ২৫১.৮ পয়েন্ট। অলিম্পিকের ফাইনালে এটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

ইয়াং কিয়ানের প্রতিদ্বন্দ্বী হিসেবে রূপা জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনার। তিনি স্কোর করেছেন ২৫১.১। ফাইনালের শেষ শটে ৯.৮ স্কোর করেন কিয়ান। আর গালাশিনা স্কোর করেন ৮.৯। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে অলিম্পিকে সবার আগে বেজে উঠে চীনের জাতীয় সংগীত। আইওসি সভাপতি টমাস বাখ ইয়াং কিয়ানের সোনার পদক তুলে দেন।

সোনা জয়ের পর কিয়ান বলেছেন, 'ভেতরে-ভেতরে আমাকে যতই শান্ত মনে হয়, আসলে আমি ততটা নই। প্রতিযোগিতাজুড়েই আমি নিজেকে মানসিকভাবে ঠান্ডা রাখার চেষ্টা করেছি। নিজের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি।' অন্যদিকে দারুণ লড়াই করে রূপা জেতা গালাশিনা বলেন, 'আমি কী করতে যাচ্ছি, সেটা নিয়েই ভাবছিলাম। কিন্তু সম্ভবত আমি স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখতে পারিনি।'

উপরে