আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নেপালের কিংবদন্তি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নেপালের কিংবদন্তি ক্রিকেটার পরশ খাড়কা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই অবসর কথা সবাইকে জানিয়েছেন তিনি।
খাড়কা ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত নেপালকে ৬ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে জয়ের দেখা পেয়েছেন ৩ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি ম্যাচে। সবমিলিয়ে ১০ ওয়ানডে ও ৩৩ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
টুইটারে খাড়কা লিখেছেন, ‘নেপালের হয়ে খেলা আমার সবচেয়ে বড় অর্জন। এজন্য আমি সবসময় আমার কোচ, সতীর্থ, সমর্থক, স্টেকহোল্ডার, বন্ধুবান্ধব এবং পরিবারের কাছে কৃতজ্ঞ থাকব। তারা গত ১৮ বছর ধরে আমাকে সমর্থন দিয়ে গেছে।’
ওয়ানডেতে ৩১৫ ও টি-টোয়েন্টিতে করেছেন ৭৯৯ রান খাড়কা। দুই ফরম্যাটেই নেপালের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নেপালের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে নেপালের একমাত্র সেঞ্চুরিটিও তারই দখলে।

অনলাইন ডেস্ক