প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৪৫

জানেমান-শামসির নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার জয়

অনলাইন ডেস্ক
জানেমান-শামসির নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার জয়

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জানেমান মালান ও তাবরাইজ শামসির নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ৬৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকান মালান, অন্যদিকে, টি-টোয়েন্টির এক নম্বর বোলার শামসি নেন পাঁচ উইকেট।

বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ২৮৩ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় করেন ১২১ রান জানেমান। অষ্টম ওয়ানডে ইনিংসে এটি মালানের তৃতীয় সেঞ্চুরি। রেজা হেনড্রিকস ৫৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ২৭ বল ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন।

শ্রীলঙ্কার পক্ষে চামিকা করুণারত্নে ও চামিরা দুইটি করে উইকেট নেন। ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাবরাইজ শামসির ঘূর্ণিতে ১৯৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। আসালাঙ্কা সর্বোচ্চ ৭৭ রান করেন। চামিকা করুণারত্নে ২৩ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। অধিনায়ক শানাকার ব্যাট থেকে আসে ৩০ রান।

শামসি ৪৯ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। কাগিসো রাবাদা নেন ২ উইকেট। জানেমান মালান ম্যাচসেরা হন। এ জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।

সূত্র: ক্রিকইনফো

উপরে