প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৫৯

জোড়া গোল করে মিশেল প্লাতিনিকে ছুঁলেন গ্রিজমান

অনলাইন ডেস্ক
জোড়া গোল করে মিশেল প্লাতিনিকে ছুঁলেন গ্রিজমান

টানা পাঁচ ম্যাচে জয়বঞ্চিত থাকার পর অবশেষে জয়ের দেখা পেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোলই করেছেন আঁতোয়ান গ্রিজমান।

ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলতে নামে ফ্রান্স। ম্যাচের ২৫তম মিনিটে করিম বেনজেমার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন গ্রিজমান। লিড নিয়েই বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধেও নিজেদের আধিপত্য ধরে রাখে ফরাসিরা। ৫৩তম মিনিটে লিও দুবইসের পাস থেকে ফের গোল করেন গ্রিজমান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা।

জোড়া গোল করা গ্রিজমান এই ম্যাচে কিংবদন্তি মিশেল প্লাতিনির ৪১ গোলের রেকর্ড ছুঁয়েছেন। গ্রিজমান এখন যৌথভাবে ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার। তার সামনে শুধু সতীর্থ অলিভিয়ের জিরু (৪৬) ও থিয়রি অরিঁ (৫১)।

সূত্র: মার্কা/গোলডটকম

 
উপরে