প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৪:৪৯

আমি কোনো ভুল করিনি: মেসি

অনলাইন ডেস্ক
আমি কোনো ভুল করিনি: মেসি

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন দুই মাস হয়ে গেল। তবু বার্সা সমর্থকরা এখনও কাঁদেন মেসির জন্য।

ভক্ত-অনুরাগীদের কেউ কেউ এখনও মেসিকে পিএসজির জার্সিতে দেখতে চান না। 

পিএসজিতে মেসির অভিষেকটাও ভালো হয়নি। চোটের কারণে ম্যাচ খেলতে পারেননি প্রথম দিকে। পরে খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না। 

কয়েক ম্যাচ বাদে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার অভিষিক্ত গোলে ২-০ ব্যবধানে দল জিতলেও পরের ম্যাচেই হারের তেতো স্বাদ নিতে হয়েছে। 

মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়েও রেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে পিএসজি। 

সব মিলিয়ে ফুটবল অঙ্গনের গুঞ্জন— পিএসজিতে যোগ দিয়ে ভুলই করেছেন মেসি।

তবে মেসি জানালেন বার্সা ছেড়ে পিএসজিতে এসে কোনো ভুল করেননি তিনি। 

ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি কোনো ভুল করিনি। পিএসজিতে যোগ দিয়ে ঠিক কাজটিই করেছি’। 

আপাতত মেসির সাক্ষাৎকারের এই অংশটিই প্রচার করেছে ফ্রান্স ফুটবল। পুরো সাক্ষাৎকারটি আগামী ৯ অক্টোবর প্রকাশ করবে তারা। 

ফ্রান্সে এসে মেসি কেন ভুল করেননি, মেসির মুখেই সেই ব্যাখ্যা জানা যাবে তখন। মেসির সেই পুরো বক্তব্য শোনার অপেক্ষায় অবশ্যই ছটফট করছেন ফুটবল অনুরাগীরা।

তথ্যসূত্র: মার্কা

উপরে