প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১ ১৭:১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি জানিয়েছে, চলতি মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবে ডিআরএস। 

ম্যাচের প্রতি ইনিংসে দুটি করে রিভিউ নিতে পারবে প্রতিটি দল।

২০১৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ছিল ডিসিশন রিভিউ সিস্টেম। পরে ২০২০ সালের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল ডিআরএস। তবে তখন  রিভিউ নেয়া যেত একটি। 

আইসিসি আরও জানিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে বিলম্বিত ও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কমপক্ষে পাঁচ ওভার ব্যাটিং হলে ডিএলএস পদ্ধতিতে ওই ম্যাচের ফল নির্ধারণ করা হবে। সেমি-ফাইনালে ও ফাইনালের ক্ষেত্রে ব্যাট করতে হবে কমপক্ষে দশ ওভার। 

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। বৈশ্বিক এ টি-টোয়েন্টি আসর বসবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। 

উপরে