প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ১৫:৩৭

সুপার টুয়েলভে চোখ রেখে আজ মাঠে নামছে টাইগাররা

অনলাইন ডেস্ক
সুপার টুয়েলভে চোখ রেখে আজ মাঠে নামছে টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট ছিনিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৪টায়। ম্যাচটি যে করেই হোক জিততে চায় দেশের ছেলেরা। 

সুপার টুয়েলভে খেলতে হলে বাঁচা-মরার লড়াইয়ে আজ জিততেই হবে লাল-সবুজের প্রতিনিধিদের। পাপুয়া নিউগিনিকে হারাতে ন্যূনতম ৩ রানের হারাতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের। আর হারলে নিতে হবে বিদায়। 

ওমানকে হারিয়ে প্রথম পর্বের ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার তৃতীয় সেরা দল এখন টাইগাররা। রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশের ওপরে দ্বিতীয় স্থানে এখন ওমান। সবার ওপরে রয়েছে স্কটল্যান্ড। তলানিতে পাপুয়া নিউগিনি। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে ওমান হারলে আর লাল-সবুজের বাংলাদেশ পাপুয়া নিউগিনিকে কুপোকাত করলে স্কটল্যান্ড গ্রুপ সেরা আর গ্রুপ রানার আপ হিসেবে বাংলাদেশ যাবে বিশ্বকাপের মূল পর্বে। 

স্কটল্যান্ডের বিপক্ষে ওমান শেষ ম্যাচে জয়ের দেখা পেলে তখন কষতে হবে রান রেটের হিসাব। যেখানে খুব সামান্য ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। তখন মূল পর্বের টিকিট পেলেও গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা খুবই কম মাহমুদউল্লাহ রিয়াদদের। 

তবে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। ওমানের বিপক্ষে ২৬ রানে জেতায় সে শঙ্কা কেটে গেছে। দেখা মিলেছে এবার নতুন আলোর। পাপুয়া নিউগিনিকে হারিয়ে লক্ষ্য এবার সুপার টুয়েলভে খেলার।

আইসিসি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপ সেরা হোক বা রানার আপ। সুপার টুয়েলভে টাইগাররা লড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপ ‘টু’ তে।

হঠাৎ করেই এ সিদ্ধান্ত থেকে সরে ক্রিকেট দুনিয়ার এ নিয়ন্ত্রক সংস্থা। গ্রুপ চ্যাম্পিয়ন হলেই কেবল খেলবে গ্রুপ 'টু'তে। আর বাংলাদেশ গ্রুপ রানার আপ হলে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ। 

উপরে