প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১ ১৫:৫৫

মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের অ্যাডায়ার

অনলাইন ডেস্ক
মুস্তাফিজের রেকর্ড ভাঙলেন আয়ারল্যান্ডের অ্যাডায়ার

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়ানি আয়ারল্যান্ড। হেরেছে ৭০ রানে। আইরিশরা হয়তো চাইবে এই ম্যাচটি ভুলে যেতে। তবে মনে রাখার মতো একটা রেকর্ড গড়েছে আইরিশ পেসার মার্ক অ্যাডায়ার। সঙ্গে পেছনে ফেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন অ্যাডায়ার।

পেসারদের মধ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতোদিন দ্রুততম ৫০ উইকেট শিকারের মালিক ছিলেন মুস্তাফিজ। ৩৩ ম্যাচে ৫০টি উইকেট নিয়েছিলেন মুস্তা। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইনকে পেছনে ফেলেছিলেন তিনি। স্টেইনের রেকর্ডটি করেছিল ৩৫ ম্যাচে। স্টেইনের সমানে ম্যাচে ৫০টি উইকেট নিয়েছেন ওমানের বিলাল খান।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে এ রেকর্ড গড়েন ২৫ বছর বয়সী আইরিশ পেসার অ্যাডায়ার।

শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে ৩৫ রানে দুই উইকেট শিকার করেন অ্যাডায়ার। ৫০ তম উইকেটে চামিকা করুনারত্নেকে বোল্ড করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান অ্যাডায়ার।

উপরে