বাংলাদেশ দলে অনেক ম্যাচ-উইনার: বাটলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের আগে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে আখ্যায়িত করেছেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার।
মঙ্গলবার ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাটলার। তিনি বলেন, ‘বাংলাদেশ স্পিন নির্ভর দল। ওরা অনেক ফিঙ্গার স্পিনার খেলায়, যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সাকিবের কথা, সে বিশ্ব জুড়ে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। বাঁহাতি পেস ও অসাধারণ স্লোয়ার বল নিয়ে মোস্তাফিজ একটি হুমকি। ম্যাচ উইনারে পূর্ণ একটি দল।’
বাটলার আরো বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী একটি দল। আমার মনে হয়, গত কয়েক বছরে বিশেষ করে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ওদের অনেক সাফল্য রয়েছে। ঘরের মাঠে যেমন কন্ডিশন পায় অনেকটা তেমন কন্ডিশনেই খেলবে ওরা। আর ওদের দলে বেশ অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় আছে।’