প্রতিপক্ষের মাঠে পিএসজি’র নাটকীয় ড্র

লিগ ওয়ানের ম্যাচে শনিবার দিবাগত রাতে মাঠে নেমেছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটি ছিল লেনসের বিপক্ষে, লেনসের মাঠে। আর এই ম্যাচেই হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন মেসি-এমবাপ্পে-ডি মারিয়াদের নিয়ে গড়া পিএসজি দল।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৬২তম মিনিটে সেকো ফোফানা গোল করে এগিয়ে দেন লেনসকে। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লেনসই। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পিএসজিকে গোল এনে দেন ডিফেন্ডার ভাইনাল্ডাম। কিলিয়ান এমবাপ্পে ক্রসে হেডে গোলটি করেন তিনি।
ড্র করলেও লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। লেনস রয়েছে পাঁচে। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের।