বরুশিয়ার বিপক্ষে লেভানদোস্কির জোড়া গোল

জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের মধ্যকার লড়াইয়ে জিতেছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে বুরুশিয়ার মাটিতে বুরুশিয়াকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল বুরুশিয়া। ম্যাচের পঞ্চম মিনিটে বার্নাডটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৪ মিনিট পরই রবার্ট লেভানদোস্কি গোল করে সমতায় ফেরান বায়ার্নকে। ৪৪তম মিনিটে কিংসলে কোম্যান গোল করে বিরতির আগেই লিড এনে দেন বায়ার্নকে।
বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে বরুশিয়াকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। তবে ম্যাচের ৭৬তম মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। সেখান থেকে গোল করে দলকে ফের লিড এনে দেন লেভানদোস্কি। আর সেই গোলটি হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক গোল।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার পয়েন্ট তালিকা শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া।