প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ১৬:০৩

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির আধিপত্য

অনলাইন ডেস্ক
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির আধিপত্য

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টে দ্বিতীয় দিন মাঠে সারা দিন আধিপত্য বিস্তার করল বৃষ্টি। যে কারণে ভেজা মাঠে প্রথম সেশনে কোনো খেলাই হয়নি।

মধ্যাহ্নভোজ বিরতি শেষে মাঠে বল গড়াল ঠিকই। তবে খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ৩৮ বল খেলা শেষে ফের বৃষ্টি বাগড়া দিয়ে বসে। ফলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা আবার বন্ধ হয়ে যায়। 

পরে আর খেলা শুরু করা যায়নি। দ্বিতীয় দিন শেষের ঘোষণা করা হয় বেলা তিনটার দিকে। দুই উইকেট হারিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬২.২ ওভারে ১৮৮ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

প্রথম দিন দুই ওপেনারকে হারিয়ে সাবধান ব্যাটিং শুরু করে পাকিস্তান। বাবর আজমের ফিফটিতে ধীরে সুস্থে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রানের পুঁজি গড়েছে অতিথিরা।

উপরে