প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩২

এবার কোচের ভূমিকায় মাসচেরানো

অনলাইন ডেস্ক
এবার কোচের ভূমিকায় মাসচেরানো

আর্জেন্টিনার সাবেক তারকা হ্যাভিয়ের মাসচেরানোকে এবার দেখা যাবে কোচের ভূমিকায়। জানুয়ারিতে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী মাসচেরানো স্থলাভিষিক্ত হবেন ফার্নান্দো বাতিস্তার।

২০০৩ সালে রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল মাসচেরানোর। ২০০৫ সালে তিনি যোগ দেন করিন্থিয়ান্সে। সেখান থেকে ২০০৬ সালে যোগ দেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডে। পরের বছরই তাকে দলে ভেড়ায় লিভারপুর। ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন আর্জেন্টনাইন তারকা।

বার্সেলোনার হয়ে তিনি আট বছরে পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেন। বার্সায় ৮ বছর খেলার পর ২০১৮ সালে যোগ দেন হেবেই চায়না ফর্চুনে। সেখান থেকে ২০১৯ সালে যান এস্তাদুনিয়ান্তেসে। ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক। এবার আবারো ফুটবল মাঠে ফিরছেন তিনি, তবে কোচের ভূমিকায়।

উপরে