প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ১৫:০৬

ভ্রমণ শেষে দেরিতে ফেরায় আর্সেনালের অধিনায়কত্ব হারালেন অবামেয়াং

অনলাইন ডেস্ক
ভ্রমণ শেষে দেরিতে ফেরায় আর্সেনালের অধিনায়কত্ব হারালেন অবামেয়াং

সম্পূর্ন ফিট থাকার পরও আর্সেনাল দলে নেই পিয়েরে-এমেরিক অবামেয়াং। শৃঙ্খলা ভঙ্গের কারণে এবার আর্সেনালের নেতৃত্বও হারালেন তিনি। এক বিবৃতিতে মঙ্গলবার অধিনায়কের দায়িত্ব থেকে গ‍্যাবনের এই ফরোয়ার্ডকে সরানোর কথা জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আগামী বুধবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচের জন্য অবামেয়াংকে বিবেচনা করবে না দলটি। এমনটি জানিয়েছে আর্সেনাল কতৃপক্ষ। বিবৃতিতে আর্সেনাল জানায়, ‘আমরা আশা করি, যে নিয়ম ও মানদণ্ডগুলো আমরা ঠিক করেছি এবং তাতে সম্মত হয়েছি, আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে আমাদের অধিনায়করা সেগুলো মেনে চলবে।’

গত শনিবার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচেও দলে রাখা হয়নি অবামেয়াংকে। আর্সেনাল কোচ মিকেল আর্তেতার এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বিদেশ ভ্রমণ শেষে ক্লাবে দেরিতে ফেরায় ওই ম্যাচে বাদ দেওয়া হয়েছিল অবামেয়াংকে। তার জায়গায় অধিনায়কত্ব করেন ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত।

উপরে