বাংলাদেশের ওয়ানডে দলের চমক নাসুম-ইবাদত-জয়

প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাসুম আহমেদ। তার সঙ্গে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ইবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়।
তামিম ইকবালকে ক্যাপ্টেন রেখেছে আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানদের বিপক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।