বাংলাদেশে এসে ৮ আফগান ক্রিকেটার করোনা পজিটিভ

ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা আফগান দলে হানা দিয়েছে করোনাভাইরাস। দলটির ৮ ক্রিকেটার ইতোমধ্যেই করোনা পজিটিভ হয়েছেন বলে বিসিবির সূত্র থেকে জানা গেছে। এছাড়া এক ক্রিকেটারের স্ত্রী এবং দলের সাপোর্ট স্টাফের তিন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছায় আফগান দলটি। পরদিন সিলেটে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করে। এসময় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই তারা সবাই হোটেল ছেড়ে মাঠে গিয়ে অনুশীলনে নেমে পড়ে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সিলেটে আফগানদের এক সপ্তাহ অনুশীলন করার কথা।
আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। দলের বাকি সদস্যরা আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি তারা নিজেদের মাঝে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর আফগানরা চলে যাবে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে। সেখানে ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।