আজ ফের ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক ভারত। আজ দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশে সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচের আগে চোটে পড়েছেন দুদলের খেলোয়াড়ই।
ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াদ। অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি। রুতুরাজ ডান হাতের কব্জিতে ব্যথা পেয়েছেন। ফলে তার ব্যাটিং করতে সমস্যা হচ্ছে। রুতুরাজের বদলে শুক্রবার ভারতীয় দলে যোগ দিয়েছেন ডানহাতি ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল।
অন্যদিকে, শ্রীলঙ্কার দল থেকে ছিটকে গেছেন মহিশ থিকশানা ও কুশল মেন্ডিস। পুরো সিরিজই শেষ হয়ে গেছে তাদের। দুজনই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তাদের বদলে বাকি দুই টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কা স্কোয়াডে ঢুকেছেন ধনঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকভেলা।
সিরিজ শুরুর আগেও ভারতের স্কোয়াডে বড় ধাক্কা লেগেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজসেরা ক্রিকেটার হওয়া সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে যান শ্রীলঙ্কা সিরিজ থেকে। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়ে যায় দীপক চাহারেরও।