বগুড়ায় বাংলাদেশ টাইগার্স দলের অনুশীলন
বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সদের অনুশীলন। চলবে ৭মার্চ পর্যন্ত। এখান থেকে অনুশীলন শেষে বাছাই করা হবে দক্ষিণ আফ্রিকা ট্যুরের কয়েকজন ক্রিকেটারকে।
বাংলাদেশ জাতীয় দলের এই পয়মন্ত ভেন্যুটি প্রায় ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত। বগুড়াবাসীর প্রত্যাশা আবারো হয়তো শহীদ চাঁন্দু স্টেডিয়াম অতীত ঐতিহ্য ফিরে পাবে। এমনটাই প্রত্যাশা করলেন জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক সুলতান মাহমুদ খান রনি ।
বাংলাদেশ টাইগার্স এর চেয়্যারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের সাথে অনেকটায় মিল আছে বগুড়ার উইকেটের। যে কারনে অনুশীলনের জন্য এই স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে।