প্রকাশিত : ১ এপ্রিল, ২০২২ ১৫:২৪

ফিফা র‍্যাঙ্কিংয়ের রাজত্ব পুনরুদ্ধার করল ব্রাজিল

অনলাইন ডেস্ক
ফিফা র‍্যাঙ্কিংয়ের রাজত্ব পুনরুদ্ধার করল ব্রাজিল

অনেক দিন ধরেই ফিফা র‍্যাঙ্কিংয়ের রাজত্বটা ব্রাজিলের দখলে ছিল না। সেই বিরতি কাটিয়ে অবশেষে নেইমারের দল উঠে গেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। 

সবশেষ বিশ্বকাপ বাছাইপর্ব নেইমার, ভিনিসিয়াসদের নৈপুণ্যে চিলি ও বলিভিয়াকে ৪ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। সেসুবাদেই পাঁচ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে সেলেসাওরা।

ব্রাজিল শীর্ষে উঠায় দ্বিতীয় স্থানে নেমে গেছে বেলজিয়াম। গত তিন বছর ধরে তারা ছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে রয়েছে ফ্রান্স। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে চারে। শীর্ষ পাঁচের শেষ দল ইংল্যান্ড। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ পেরোতে না পারা ইতালি আছে তালিকার ছয়ে।

উপরে