প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২২ ১৩:২৩

সিমিওনের চোখে ম্যানসিটি 'সম্ভবত' বিশ্বের সেরা দল

অনলাইন ডেস্ক
সিমিওনের চোখে ম্যানসিটি 'সম্ভবত' বিশ্বের সেরা দল

গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পুরো ম্যাচ জুড়েই রক্ষণ সামলে গেছে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। গোটা ৯০ নব্বই মিনিটে প্রতিপক্ষের গোল পোস্টে একটিবারের জন্যেও শট নিতে পারেনি মাদ্রিদের দলটি। উলটো রক্ষণ সামলাতে গিয়ে ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচই হেরে বসে সিমিওনের দল।

বাস পার্ক তৈরি করেও হারের স্বাদ পাওয়ায় ম্যানচেস্টার সিটিকে প্রশংসায় ভাসিয়েছেন এই আর্জেন্টাইন।

সিমিওনে মনে করেন ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল। সিমিওনে আরও বলেন,'এটা কঠিন একটা ম্যাচ ছিল। খুব কঠিন, একটি অসাধারণ দলের বিপক্ষে, তারা সম্ভবত বিশ্বের সেরা দল, কিন্তু আমরা নম্রতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। '

রক্ষণ সামলে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে চেয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সে লক্ষ্যে বেশ এগিয়েও গিয়েছিল তারা কিন্তু ব্রুইনার আচমকা গোল সব পরিকল্পনা ভেস্তে দেয় সিমিওনের দলের। এ ব্যাপার সিমিওনে বলেন,'আমরা একটি কঠিন খেলা চেয়েছিলাম এবং পাল্টা আক্রমণে বেরিয়ে আসার পরিকল্পনা করি। প্রথমার্ধে আমরা এটা থেকে বের হয়ে আসরে পারিনি, যদিও তাদের গোলে শট ছিল না। দ্বিতীয়ার্ধে যখন আমরা আরও বিপজ্জনক হয়ে উঠছি তখন তারা একটি গোল পেয়েছে। '

উপরে