হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় নেদারল্যান্ডসের কোচ ক্যাম্পবেল
নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক রায়ান ক্যাম্পবেল হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতা গুরুতর হওয়ায় তিনি এখনও কোমায় রয়েছেন।
অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ক্যাম্পবেলের ঘনিষ্ঠ বন্ধু গ্যারেথ পার্কার বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছুটির দিনে সন্তানদের সঙ্গে মাঠে খেলছিলেন ক্যাম্পবেল।
সেখানেই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কোমায় চলে যাওয়ার খবর পাওয়া যায়। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন ক্যাম্পবেল।
২০০২ সালে তখনকার নিয়মিত উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অস্ট্রেলিয়ার জার্সিতে দুটি ওয়ানডে খেলেন ক্যাম্পবেল। এরপর অস্ট্রেলিয়ার হয়ে আর কখনোই খেলা হয়নি তাঁর। ২০১৭ সাল থেকে ডাচ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।