টানা ৭ হারের পর আজ ফের মাঠে নামছে মুম্বাই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা দুঃস্বপ্নের মতো কাটছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। জিততেই যেন ভুলে গেছেন রোহিত শর্মারা। চলতি আসরের টানা সাতটি ম্যাচ হেরেছে তারা।
আইপিএল ইতিহাসে এর আগে আর কোনো দল আসরের প্রথম সাত ম্যাচে হারেনি।
এমনকি এর আগে ১০ বার টানা সাত ম্যাচ পরাজয়ের নজির থাকলেও, সেগুলো কোনো চ্যাম্পিয়ন দল নয়। এই পরিস্থিতিতে আজ আবার মাঠে নামছে মুম্বাই। তাদের আজকের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। ৭ ম্যাচে মুম্বাইয়ের কোনো পয়েন্ট না থাকলেও লখনউয়ের রয়েছে ৮ পয়েন্ট। পয়েন্ট তালিকায় লখনউয়ের অবস্থান পাঁচে।
আজকের ম্যাচে দুদলের সম্ভাব্য একাদশ
মুম্বাই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ডেওয়াল্ড ব্রেভিস, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা, কাইরন পোলার্ড, হৃতিক শোকেন/মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাট, ড্যানিয়েল স্যামস, রাইলে মেরেডিথ ও জাসপ্রিত বুমরাহ।
লখনউ সুপার জায়ান্টস : লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, দীপক হুদা, ক্রুনাল পান্ডিয়া, আয়ুশ বাদোনি, মার্কাস স্টয়নিস, জেসন হোল্ডার, দুশমন্থ চামিরা, আভেশ খান ও রবি বিষ্ণুই।