প্রকাশিত : ২ জুন, ২০২২ ০৩:২১

ইতালিকে উড়িয়ে ফিনালিসিমা জয় আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক
ইতালিকে উড়িয়ে ফিনালিসিমা জয় আর্জেন্টিনার

ম্যাচ জুড়েই ইতালির উপর আধিপত্য বিস্তার করে খেলল আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে নিয়ন্ত্রণ নেয় স্কোলানির দল। দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপে দেখা দিল লিওনেল মেসিরা। কিন্তু আক্রমণের পর আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি।

গোটা ম্যাচ জুড়ে রক্ষণ সামলাতেই ব্যতি ব্যস্ত থাকতে হল ইতালিকে।

বুধবার রাতে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে 'ফিনালিসিমা' ম্যাচে ইতালিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের দলটির হয়ে গোল করেছেন লাউতারো মার্তিনেজ,আনহেল দি মারিয়া ও দিবালা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচ ধরে অপরাজিত থাকল আর্জেন্টিনা।

দ্বিতীয় বারের মত ইউরো সেরা ও লাতিন সেরার ম্যাচ খেলতে নেমে দুইবারই জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিপক্ষে জিতেছিল আলবেসেলিস্তারা।

লিওনেল মেসি, মারিয়া, মার্তিনেজদের নিয়ে গড়া আর্জেন্টিনা শুরু থেকেই ইতালির উপর চড়াও হয়ে খেলতে থাকে। সেই সুবাদে এগিয়ে যাওয়ার রসদ পেয়ে যায় দ্রুত। ২৮ মিনিটে বক্সের বাম দিক থেকে লিওনেল মেসির বাড়ানো পাসে গোলমুখে পা লাগিয়ে বল জালে পাঠান লাউতারো মার্তিনেজ। মেসির সঙ্গে লরেঞ্জো সেঁটে থেকেও আক্রমণ নষ্ট করতে পারেনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান আনহেল দি মারিয়া। লাউতারো মার্তিনেজের থেকে পাওয়া বল গোলকিপার দোন্নারুম্মার মাথার উপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন মারিয়া।  

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা। ইতালিকে কোনোরকম সুযোগ না দিয়ে একের পর এক আক্রমণ চালায় স্কোলানির দল। ৫৯ মিনিটে দি মারিয়ার প্রচেষ্টা লাফিয়ে উঠে রক্ষা করেন দোন্নারুম্মা। দশ মিনিট বাদে আবারও দেয়াল হয়ে দাঁড়ান ইতালি গোলকিপার। এবার লিওনেল মেসির মাপা শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন। শেষ মুহুর্তে তৃতীয় গোলটি করেন বদলি নামা পাউলো দিবালা

উপরে