প্রকাশিত : ২ জুন, ২০২২ ২০:৩৯

টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক সাকিব

অনলাইন ডেস্ক
টেস্টে বাংলাদেশের নতুন অধিনায়ক সাকিব

বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এনিয়ে তৃতীয় দফায় অধিনায়ক হলেন সাকিব।

বৃহস্পতিবার (০২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাট হাতে ভালো ফর্মে না থাকায় সম্প্রতি টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মুমিনুল হক। এর পরই গুঞ্জন উঠে, সাকিব আল হাসানের কাঁধেই অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। বোর্ড কর্তাদের বিভিন্ন সাক্ষাৎকারেও সেই ইঙ্গিত মেলে। অবশেষে সেটাই সত্যি হলো।

টেস্টে সহ-অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে।

এর আগে, সাকিব ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজা চোটে পড়ায় প্রথমবার টেস্ট অধিনায়কত্ব পান। ওই মেয়াদে ২০১১ সাল পর্যন্ত ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জেতেন একটিতে। এরপর ২০১৮ সালে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হন টাইগার অলরাউন্ডার। ২০১৯ সালে সাকিবের নিষেধাজ্ঞার কারণেই আকস্মিকভাবে নেতৃত্ব পেয়েছিলেন মুমিনুল। অনেকটা আপদকালীন অধিনায়ক থেকে হয়ে যান স্থায়ী। এরপর তার অধীনে এই আড়াই বছরে বাংলাদেশ খেলেছে ১৭ টেস্ট।

উপরে