প্রকাশিত : ৫ জুন, ২০২২ ১২:৩৬

ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৩৬ বছর ধরে অপরাজিত ইতালি

অনলাইন ডেস্ক
ঘরের মাঠে জার্মানির বিপক্ষে ৩৬ বছর ধরে অপরাজিত ইতালি

কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির। কদিন আগে লন্ডনের ওয়েম্বেলিতে আর্জেন্টিনার কাছেও হেরেছে ফাইনালিসিমা’য়। এই হারের ক্ষত শুকানোর আগেই জার্মানির বিপক্ষে মাঠে নামতে হয়েছিল ইতালির। তবে ওয়েফা নেশনস লিগের ওই ম্যাচে হারেনি ইতালি।

জার্মানি-ইতালি ম্যাচটি ড্র হয়েছে ১-১ এ। নিজেদের মাটিতে ম্যাচে আগে এগিয়ে গিয়েছিল ইতালি। ৭০তম মিনিটে লরেঞ্জো পেল্লেগরেনি গোলটি করেছিলেন।  তবে তিন মিনিট পরই জসুয়া কিমিচের গোলে সমতায় ফেরে জার্মানি। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় সমতায় মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে অবশ্য একটা সাফল্য ধরে রেখেছে ইতালি। গত ৩৬ বছর ধরে ঘরের মাঠে জার্মানির কাছে হারে না আজ্জুরিরা। গতরাতেও সেই ধারা বজায় থাকল। ১৯৮৬ সালের ফেব্রুয়ারির পর থেকে নিজেদের মাটিতে জার্মানির কাছে হারেনি ইতালি। দুদলের মধ্যকার পরিসংখ্যানও ইতালির পক্ষেই। এখন পর্যন্ত ৩৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে ১৫টি ম্যাচেই জয়ী হয়েছে ইতালি। অন্যদিকে, জার্মানির জয় ৯টি। বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে।

উপরে