কাতার বিশ্বকাপের সূচি একদিন এগিয়ে এনেছে ফিফা
কাতার বিশ্বকাপের সূচি একদিন এগিয়ে এনেছে ফিফা। আয়োজক কাতারকে উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ করে দিতেই ফুটবল দুনিয়ার অভিভাবক সংস্থার নতুন এই সিদ্ধান্ত।
আগের সূচি অনুযায়ী বিশ্বকাপ মাঠে গড়়ানোর কথা ছিল ২১ নভেম্বর। এখন এক দিন এগিয়ে আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে বৈশ্বিক এ ফুটবল কর্মযজ্ঞের।
এক দিন এগিয়ে আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার লড়াই করবে ইকুয়েডরের বিপক্ষে। বাকি সূচি থাকবে অপরিবর্তিত।
২১ নভেম্বর আসরের দ্বিতীয় দিন হবে দুটি ম্যাচ। সেনেগাল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। একই দিন মাঠে নামবে ইংল্যান্ড ও ইরান।
আগের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ খেলার কথা ছিল সেনেগাল ও নেদারল্যান্ডসের। আর কাতার-ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা ছিল ২১ নভেম্বর, দিনের তৃতীয় ম্যাচে।
আগের সূচি অনুসারে বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২৮ দিন। এখন একদিন বেড়ে বিশ্বকাপ হবে ২৯ দিনে। ফাইনালের দিনক্ষণ একই থাকছে আগের মতোই। ১৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।