প্রকাশিত : ২০ আগস্ট, ২০২২ ১৫:০৭

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণা

চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এই টুর্নামেন্টের জন্য সবার শেষে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তান তাদের স্কোয়াডে রেখেছে ১৫ জনকে। আর বাংলাদেশ-আফগানিস্তানের স্কোয়াড ১৭ জনের। তবে শ্রীলঙ্কা ঘোষণা করেছে ২০ সদস্যের স্কোয়াড।

অধিনায়ক রাখা হয়েছে দাসুন শানাকাকেই। ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, দীনেশ চান্দিমাল ও ভানুকা রাজাপাক্ষের মতো তারকারা। বোলিংয়ে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, প্রবীন জয়াবিক্রমা, দুশমান্তা চামিরা, চামিকা করুনারত্নে ও কাসুন রাজিতারা।

একনজরে শ্রীলঙ্কার স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলেকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাক্ষে, অ্যাসেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসিনা, জেফরি ভান্ডার্সে, প্রবীণ জয়াবিক্রমা, দুশমান্তা চামিরা, বিনুরা ফার্নেন্দো, চামিকা করুনারত্নে, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়ান্দু ফার্নেন্দো ওকাসুন রাজিথা।

উপরে