প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ১৬:০৪

বিসিবি জানাল ডমিঙ্গো এখনো আছেন

অনলাইন ডেস্ক
বিসিবি জানাল ডমিঙ্গো এখনো আছেন

আজ বৃহস্পতিবার সকালে খবরটি ছড়িয়ে পড়ে। রাসেল ডমিঙ্গো নাকি টেস্ট ও ওয়ানডে দলের কোচের পদে থাকতে চান না। টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় তিনি সরে দাঁড়াচ্ছেন বলেও খবর আসে। অবশ্য বিসিবি জানিয়েছে, বাংলাদেশ দলের সঙ্গেই আছেন ডমিঙ্গো।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের সঙ্গেই আছেন। পদত্যাগ করেননি। আমি মনে করি বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাসেল কয়েকটি সংবাদমাধ্যমে কথা বলেছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে।'

বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘আশা করছি সে দ্রুতই বোর্ডের কাছে পরিকল্পনা জমা দেবে। এমনও হতে পারে আফগানিস্তানে আমাদের ‘এ’ দলের সফর আছে সেখানে সে যেতে পারে।'

এর আগে  ডমিঙ্গো দেশের একটি সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের কোচের পদে তিনি নাকি আর থাকতে চান না।

ডমিঙ্গোর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ বাকি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। তিনি বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ২০১৯ সালের আগস্টে। সে বছর ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেন তিনি।

উপরে