প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৪:৫০

উয়েফার বর্ষসেরা বেনজেমা-পুতেয়াস

অনলাইন ডেস্ক
উয়েফার বর্ষসেরা বেনজেমা-পুতেয়াস

গত মৌসুমে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন করিম বেনজেমা। তার ফুটবল নৈপুণ্যে প্রিয় দল রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা ট্রফি। স্বাভাবিকভাবেই উয়েফা বর্ষসেরার পুরস্কার জয়ের লড়াইয়ে বেনজেমাই ছিলেন এগিয়ে। শেষ পর্যন্ত সবার অনুমানটাই সত্যি হলো। পুরস্কারের ট্রফি উঠল ফরাসি এ তারকা স্ট্রাইকারের হাতেই।

থিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার পুরস্কার জেতেন করিম বেনজেমা। লা লিগায় ২৭ গোল আর চ্যাম্পিয়নস লিগে করা ১৫ গোলের দুরন্ত পারফরম্যান্সই বেনজেমাকে এনে দিয়েছে পুরস্কারটা।

বেনজেমার হাত ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রীতিমতো রাজত্ব করেছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি ছিনিয়ে নিয়েছেন সেরা কোচের পুরস্কার। তবে সেরা নারী খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুতেয়াস।

উয়েফা বর্ষসেরা পুরস্কার বিজয়ীদের তালিকা

পুরুষ খেলোয়াড়: করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)।

নারী খেলোয়াড়: আলেক্সিয়া পুতেয়াস (স্পেন ও বার্সেলোনা)।

পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)।

নারী কোচ: সারিনা ভেইগমান (ইংল্যান্ড):

প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): আরিগো সাচ্চি (ইতালি)।

উপরে