প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫১

ইউএস ওপেন : ফাইনালে রুড ও আলকারেস

অনলাইন ডেস্ক
ইউএস ওপেন : ফাইনালে রুড ও আলকারেস

প্রথমবারের মতো কোনো গ্র‍্যান্ড স্ল‍্যামের ফাইনালে উঠলেন স্প‍্যানিশ টিনেজার কার্লোস আলকারেস। ইউএস ওপেনের সেমি-ফাইনালে ১৯ বছর বয়সী আলকারেস শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোকে ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩ গেমে হারিয়েছেন।

এর আগে, রাশিয়ার কারেন খাচানভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন নরওয়েরর ক্যাসপার। রবিবারের ফাইনালে আলকারেসের প্রতিদ্বন্দ্বী নরওয়ের কাসপার রুড।

দুজনের সামনেই প্রথম গ্র‍্যান্ড স্ল‍্যাম শিরোপা জয়ের হাতছানি।

দানিল মেদভেদভ ছিটকে যাওয়ায় পুরুষদের শীর্ষস্থান দখলের সুযোগ ছিল তিন জনের। আলকারেস ও রুড ছাড়া লড়াইয়ে ছিলেন নাদাল। কিন্তু নাদাল হেরে যাওয়ায় এ বার লড়াই শুধু আলকারেস ও রুডের মধ্যে। যিনি জিতবেন তিনি প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি পুরুষদের এক নম্বর টেনিস খেলোয়াড় হবেন।

উপরে