প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৩

বিদায়বেলায় কাঁদলেন ফেদেরার, কাঁদলেন 'চিরপ্রতিদ্বন্দ্বী' নাদালও

অনলাইন ডেস্ক
বিদায়বেলায় কাঁদলেন ফেদেরার, কাঁদলেন 'চিরপ্রতিদ্বন্দ্বী' নাদালও

লেভার কাপের ম্যাচে শুক্রবার জুটি বেঁধে কোর্টে নেমেছিলেন টেনিসের দুই মহাতারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। লন্ডনের ও'টু অ্যারিনার মঞ্চ যেন ছিল শুধু ফেদেরারের জন্যই। পেশাদার টেনিসজীবনের শেষ ম্যাচ খেলতে যখন নাদালের সঙ্গে কোর্টে আসেন ফেদেরার, তখন পুরো পৃথিবীর টেনিসপ্রেমীদের চোখই যেন চলে গিয়েছিল লন্ডনে।

পেশাদার টেনিস ক্যারিয়ারের শেষ ম্যাচটা অবশ্য জিততে পারেননি ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো এবং জ্যাক সকের বিরুদ্ধে ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ ব্যবধানে হেরে যান ফেদেরার ও নাদাল জুটি।

নাদালের সঙ্গে জীবনের শেষ ম্যাচের পর অঝোরে কাঁদতে-কাঁদতে ফেদারার বলছিলেন, ‘রাফার সঙ্গে একই দলে খেলতে পেরে, সবার সামনে, সব কিংবদন্তিরা..ধন্যবাদ। ’ টেনিস থেকে ফেদেরারের বিদায়বেলায় কেঁদেছেন খেলোয়াড়ি জীবনে তাঁর 'চিরপ্রতিদ্বন্দ্বী' নাদাল। নেটিজেনদের মতে, বিশ্বের ক্রীড়া ইতিহাসের অন্যতম কষ্টের এবং একই সঙ্গে অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে এই ফ্রেমটা।

উপরে