হতাশা ভুলে ক্লাসিকোয় মনোযোগ বার্সেলোনার

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা লিগে খেলতে হয়েছিল বার্সেলোনার। এবারো কাতালানদের চোখ রাঙানি দিচ্ছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার। এরই মধ্যে আগামী রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে জাভির দল। চ্যাম্পিয়নস লিগের হতাশা ভুলে ক্লাসিকোতে মনোযোগ দিচ্ছেন বার্সা কোচ জাভি হের্নান্দেস।
গতরাতে ন্যু ক্যাম্পে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। এই ড্র'তে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছে। চার ম্যাচে এক জয় ও ড্র এবং দুই হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে বার্সেলোনা।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। ৮ ম্যাচে সমান ২২ পয়েন্ট দুই দলের। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিগের শীর্ষে বার্সেলোনা। আপাতত ইন্টার ম্যাচের হতাশা ভুলে রিয়াল ম্যাচ নিয়ে ভাবছেন জাভি,'আমরা এখন ক্লাসিকো নিয়ে ভাববো। রিয়ালের বিপক্ষে ম্যাচ সহজ হবে না। আমরা শীর্ষস্থান ধরে রাখতে চাই। '
গতরাতে ইন্টার মিলানের বিপক্ষে রক্ষণে বেশ ভুগেছে বার্সেলোনা। রক্ষণের ভুলের কারণেই ম্যাচ জিততে পারেনি বলছেন জাভি,'ফুটবলে ভুল হবেই। তবে ভুল যত কম করা যায় ততই মঙ্গল। আমরা রক্ষণে ভালো করেনি। রক্ষণভাগের ভুলের জন্যই আমরা ম্যাচটি জিততে পারিনি। ’