এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

কুয়েতে চতুর্থ এশিয়ান যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের সারজিল হাসান খান।
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে বৃহস্পতিবার ৪০০ মিটারের হিটে ৫১.৫৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হয়ে ফাইনালে পা দেন বিকেএসপির এই স্প্রিন্টার। আজ শুক্রবার হবে ফাইনাল ইভেন্ট।
তবে পরের পর্বে উঠতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার আরিফ বিল্লাহ।
১০০ মিটার স্প্রিন্টে ১১.৫০ সেকেন্ড সময় নিয়ে হিটে সপ্তম হন তিনি। এই আসরের ২০০ মিটার স্প্রিন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে এই দুইজনের।