বিশ্বকাপ জিততে মেসিকে স্পেন বা ইতালির নাগরিকত্ব নিতে হবে : রোনালদো

সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিওনেল মেসির কাছে বিশ্বকাপ জয় এখনো অধরা হয়ে আছে। আর্জেন্টিনার জার্সিতে চারবার বিশ্ব আসরে অংশ নিলেও শিরোপার স্বাদ পাননি খুদে জাদুকর। কয়েক দিন আগেই ঘোষণা দিয়েছেন কাতারেই হবে তাঁর শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ বৈশ্বিক আসরের শিরোপা জিতেই রাঙাতে চাইবেন আর্জেন্টাইন এই তারকা।
ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদোও বলছেন, ‘মেসি বিশ্বকাপ জেতার যোগ্য। ’ তবে ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ড মজার ছলে বলেছেন, ‘বিশ্বকাপ জিততে মেসিকে স্পেন বা ইতালির নাগরিকত্ব নিতে হবে আগে। আর্জেন্টিনার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু তারা চ্যাম্পিয়ন হোক—সেটা আমি চাই না। ’
টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপ মহারণের আগে লিওনেল মেসিরা আছেন দারুণ ছন্দে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষরা হলো সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরেছেন। নিজের শেষ বিশ্বকাপে মেসি ট্রফিটা নিজের করে নিতে পারেন কি না সেটাই দেখার বিষয়!