আয়ারল্যান্ডের কাছে পরাজিত ইংল্যান্ড

বিশ্বকাপের প্রথম ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনেও এর ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দলকে ছন্দ এনে দেয়ার পেছনে বড় অবদান তাসকিন আহমেদের।
আয়ারল্যান্ডের ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তুললে বৃষ্টির জন্য ম্যাচ থমকে যায়। নতুন করে ম্যাচ শুরু না হওয়ায় ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে ম্যাচ জিতে যায় আয়ারল্যান্ড। কেননা ডি-এল মেথডে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১১০ রান। বিশ্বকাপের মঞ্চে ফের আইরিশদের কাছে হার মানে ইংল্যান্ড। এর আগে ২০১১ ওয়ান ডে বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড।