প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১৮:৩০

ভারতকে হারালে সেটা হবে অঘটন, তবে তা করতে চাই

অনলাইন ডেস্ক
ভারতকে হারালে সেটা হবে অঘটন, তবে তা করতে চাই

অবশেষে শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। অ্যাডিলেডে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক এগিয়ে রাখছেন ভারতকেই। তবে আত্মবিশ্বাসের সঙ্গেই টি-টোয়েন্টির পরাশক্তি ভারতকে হারাতে বদ্ধ পরিকর তিনি।

মঙ্গলবার ৯১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সেটাও মনে করিয়ে দিলেন সাকিব।

সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট (অঘটন); আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই। ’

‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা দর্শকদের জন্য ভালো ম্যাচ ছিল। আশা করি ওরকমই একটা ম্যাচ যেন উপহার দিতে পারি। ’

সেমিফাইনালে যেতে হলে আপাতত এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অপরদিকে সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় এই ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের জন্যেও। এসব সমীকরণ মাথায় নিয়েই ম্যাচ জিততে চান সাকিব।

সাকিব আরও বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’

উপরে