প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২২ ২২:২২

টিকিট ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন বিশ্বকাপের দর্শকরা!

অনলাইন ডেস্ক
টিকিট ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন বিশ্বকাপের দর্শকরা!

ফিফা বিশ্বকাপের জন্য যারা ম্যাচের টিকিট কিনেননি তাদের টুর্নামেন্টের গ্রুপ পর্বের পরে কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দোহায় একটি অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি একথা জানান।

তিনি বলেন, কাতারের টিকিটবিহীন ভক্তরা ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশ করতে পারবে। চলতি বছরের ২ ডিসেম্বর থেকে কাতারে টিকিটবিহীন ভক্তরা কাতারে ঢুকতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্বকাপ নিরাপত্তা বাহিনীর অফিসিয়াল এই মুখপাত্র বলেন, টিকিটবিহীন ভক্তরা আজ থেকে তালিকাভুক্ত প্রয়োজনীয়তা অনুসারে হায়া প্ল্যাটফর্ম বা হায়া মোবাইল অ্যাপের মাধ্যমে কাতারে প্রবেশের জন্য তাদের হায়া কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, কাতার ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ফিফা বিশ্বকাপের আয়োজক। আরববিশ্বে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ কাতারে ১৭ লাখের বেশি লোক নিয়ে আসবে বলে আশা করছে দেশটির আয়োজকেরা।

উপরে