পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। টাইগারদের একাদশে এসেছে তিনটি পরিবর্তন।
বাদ পড়েছেন শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদ। একাদশে ঢুকেছেন সৌম্য সরকার, নাসুম আহমেদ ও এবাদত হোসেন। কোনো পরিবর্তন ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলছে পাকিস্তান।
রবিবার ভোরে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত প্রোটিয়াদের। টেম্বা বাভুমাদের হারেই সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। গ্রুপ ‘টু’তে পাঁচ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫, ভারতের ৬। পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট ৪ করে। আজ পাকিস্তানকে হারালে টাইগারদের পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে টপকে সেমিতে যাবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।