প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২২ ১৪:২৩

বার্সার মুখোমুখি রোনালদোরা

অনলাইন ডেস্ক
বার্সার মুখোমুখি রোনালদোরা

চলতি উয়েফা চ্যাম্পিয়নস লিগের আসরে খেলছে না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বাজে পারফরম্যান্সের কারণে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে পারেনি রেড ডেভিলসরা। ম্যানইউ খেলছে ইউরোপের দ্বিতীয় সারির লিগ ইউরোপায়। এদিকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও নাম লিখিয়েছে ইউরোপায়।

শুধু তা-ই নয়, দ্বিতীয় রাউন্ডে কাতালানরা মুখোমুখি হচ্ছে ম্যানইউয়ের।

সোমবার সুইজারল্যান্ডের নিয়ন শহরে অনুষ্ঠিত হয়ে গেল ইউরোপা লিগের নক আউট পর্বের ড্র। সেখানেই ভাগ্য নির্ধারিত হয়ে গেছে বার্সা এবং ম্যানইউর। এ দুই দলের একটিকে অবশ্যই বিদায় নিতে হবে দ্বিতীয় রাউন্ড থেকে।

একনজরে ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি যারা

বার্সেলোনা - ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্টাস - নান্তেস

স্পোর্টিং সিপি - মিতউলান

শাখতার দোনেৎস্ক - রেনেঁ

আয়াক্স - ইউনিয়ন বার্লিন

লেভারকুসেন - মোনাকো

সেভিয়া - পিএসভি

সলজবার্গ - রোমা

উপরে